আমার স্বপ্নের বিশালতা শুধু এক টুকরো
চিলতে রোদ,
আলো-ছায়া, স্নিগ্ধ জল, নীরব ভালোবাসায় তৃপ্তির শেষ চুম্বনে, হৃদয়ের একেবারে কাছে তোমায় ঘিরে।


তোমায় পাওয়ার স্বপ্ন বুকের স্তব্দ আঁধারে যখন জোনাকির আলোয় ভাসে
আমি তখন তারার ক্যানভাসে
নীরবতার স্লোগানে সুখ আঁকি।


আমার প্রেম তোমার উল্লাসে প্রজাপতির
ডানায় যখন রঙ আঁকতে ব্যস্ত
তোমার হয়তো এতক্ষণে
অনেক স্বপ্ন বসন্তের ডানায় ভেসে গেছে।


আমার স্বপ্ন এখানেই গন্তব্যহীন দূয়ারে
তোমার পথ চলার নিস্তব্দ সুরে বাজুক
বলবো আমি তোমাকে পেয়েছি
নীলের কোনো এক অন্তরাগে।


এরপর আসমুদ্র গোলাপজলে তোমার
প্রেম পান করে তৃষ্ণা মেটাবো
ততক্ষণে তুমি হয়তো স্বপ্ন দেখা ভুলে যাবে।