সাগর তার বুক চিরে
বলতে পারেকি কখন
তার বুকে যে লুকায়িত
আকাশ ছোঁয়ার স্বপন?


তাইতো সে বারে বারে
উপছে ছুড়ে ঢেউ,
অধম্য তার এই যে ছোড়া
বুঝেছি কেউ?


আবার আকাশ স্বপ্ন দেখে
সাগর ছুঁতে হবে
তাইতো তার বুক চিরে জল
সাগর জলে ফেলে।


এভাবেই দু'য়ের স্বপ্ন পুরণ
স্বপ্নের মেলামেশায়
একটুখানি তৃপ্তি পায়
আপন চাওয়া-পাওয়ায়।