লিখবো কি কবিতা
সাজাবো কি ছন্দ
নাকে ভাসে দ্যোদ্দুর
মানুষ পোড়া গন্ধ।


ট্রাজেডি কবি নই
ট্রাজেডি বুঝিনা
ট্রাজেডি জীবনের
কষ্ট কথা খুঁজিনা।


আসে তবু কানে ভেসে
ট্রাজেডি হাহাকার
স্বজন হারা নিপীরিতের
বুক ফাঁটা চিৎকার।


কোন শব্দে লিখবো কথা
জানিনা ছন্দের মন্ত্র
জীবন হলো চায়না মডেল
জড়োসড়ো যন্ত্র।

ভঙ্গুর জীবনের
ব্যস্ততার চাকা
ককটেল গুলিতে
দেহখানি ফাঁকা।


পাবলিক বাসে চড়ে
ফিরি সদা বাড়িতে
হ্রষ্ট জীবন পিষ্ট হলো
রাজনীতির আঁড়িতে।