মানুষ হারিয়েছে তার মনুষত্ব
মানুষ কেবলি হয়েছে লোভে মত্ত্ব।


দেখি শুধু চারিদিকে লোভের গ্রাসে
কতনা কুকর্ম আর কত রূপ
কখনো দেখি সাধু সাজে
কখনো কুচক্রি বিদ্রুপ।


অন্যের ক্ষতিতে নিজের স্বার্থান্বেষে
সদা থাকে লিপ্ত
কখনো হিংস্র জানোয়ারের মতো
হয়ে ওঠে ক্ষিপ্ত।


মিথ্যার ছলনায় করে শুধু ছাইপাস
থাকবো একা এ পাড়ে
থাকবেনা কেউ আশপাস।


এক হাতে দুধ কলা
অন্য হাতে বিষ
ছুড়ে ছুটে আশপাশ
হিংস্রতার শিষ।


এই হলো শতরূপ শতরূপী মনে
আমি কেঁদে বুক ভাসাই দেখে শুনে।