এ ফাগুনে মন ছুটেছে
আমার সবুজ গাঁয়ে
ডাকছে আমায় আম বনে
মুকুল নুপুর পায়ে।


ভোমরারা গুনগুনিয়ে
ডাকছে আমায় ঐ
আমার জোনাক আমার ঝিঁঝিঁ
তোমরা ওগো কই?


মন ছুটেছে দক্ষিণ পাশে
ঘুড়ি উড়াই চলো
আমার কিশোর বন্ধু স্বজন
তোমরা কোথায় বলো?


বোয়াল পাড়ের রাখাল বন্ধুর
বাঁশের বাশির সূর
মন উতলা প্রাণ উতলা
আহা! কি মধুর!


চাষি ভাইর লাঙ্গল-জোঁয়াল
সোনা ভরা মাঠে
কালু মাঝির ভাটিয়ালি
ডাকছে বোয়াল ঘাটে।


ফিঙ্গে শ্যামা নাচছে যেথায়
কাশফুলের তালে
দক্ষ বাবুইর কাঁচা বাসা
ঝুলছে তালের ঢালে।


মন রহেনা এখানে মা
নাওনা করে বরণ
বুক ভিজে চোখের জলে
হলেই তোমায় স্মরণ।