অনেক অভিমান নিয়ে তোমার কাছে প্রশ্ন করি মা  
কি উত্তর দিবে তোমার ছেলেকে আমি জানিনা
জন্ম দিয়ে তোমার কোলে করতে গিয়ে আদর
বলেছো মা আমার নাকি আরেকটি মা আছে
যে নাকি তোমার মতই আছে আমার পাশে।

আমি যখব প্রশ্ন করতাম কোন সে আমার মা
বলেছো তুমি সে হলো তোমার বাংলা মা।
উপদেশে বলতে মাগো, বাংলাকে করতে হবে সম্মান
জীবন গেলেও রক্ষা করবে বাংলা মায়ের প্রাণ।


মা, কী বলব তোমার কাছে আজ
বাংলার বুকে দিন নাই মাগো শুধু দেখি সাঁজ
ঘনিয়ে এসেছে আঁধার আজ ওদের বিচরণে
চক্ষু বেয়ে জল আসে মা নষ্ট আচরণে।


পুড়ছে চারিদিক অনাথ শিশু ক্ষুদিত মজলুম
ক্ষমতার মোহে পড়ে সবাই অন্ধ বেমালুম
কালোবাজারি, ঘুষ আর নষ্টা চাদাঁবাজি
বাংলা মায়ের বুকের মাঝে দেখতে পাই আজি।


তোমার কোলে যেখানে, মায়া-মমতার স্নেহ ভরা পরশ
সেখানে আজ বুলেট আর রক্তের জোঁয়ারে কেঁপে ওঠে আরশ
লুটপাট, ধর্ষণ, ঘুম হত্যার আহাজারি কথা
এতসব শুনলে তোমার বুকে পাবে বড় ব্যথা।


মা তুমি বলো, তুমি বুঝাও তোমার সন্তান যারা
তারা কেন মোহে পরে এত পাগল পারা
মাতৃকোলে মাতৃসন্তান যদি না পায় ছায়া
কেমন করে মায়ের প্রতি থাকবে ছেলের মায়া?