কালের গর্ভে বোঁয়ালিয়া
আমি ভাসি বানে
আপ্লুত মনে সিক্ত নয়নে
হাহাকার হৃদয় টানে।


হেঁটেছি বুকে খোলা চরণে
কোমল শীতল ছাঁয়ায়
এখন হাঁটি খড়ম পায়ে
পিষ্ঠে মাতৃমায়া।


মাঝির বৈঠার চড়াৎ চড়াৎ সুরে
বুক ছিল বেশ ভারী
কলের চাকার নিষ্ঠুর পায়ে এখন
আহা! মরি মরি!


প্রত্যেহ যার বুকের পড়ে ছিল
দামালের লাফালাফি
কী একটু জমির জন্য আজ
প্রত্যেহ মাপামাপি।


উজানে তার বাঁধ পড়েছে
মরেছে দু’ধার
পোড়া মাটির কয়টি চুলো
বুক পুড়ে অঙ্গার।


কলের লাঙ্গল বেশ মানিয়েছে
ফাঁকা রাখালের গোয়াল
কাঁদে বোয়াল কাঁদি আমি
কাঁদে কিষাণের লাঙ্গল জোঁয়াল।