নিজের সাথেই কেবল অভিমান
কারে যে করি অপমান!

মধ্যরাতে যে প্রজাপতি বলে যায় কথা
কেউ বুঝেনা যন্ত্রণা বুঝে শুধু সে’ ব্যথা
৩.
এই আছি তুমি-আমি, এই নাই
ক্ষণিকের হাটবাজারে কেউ কারো নাই
৪.
আমি যারে খুুঁজি সে আমারে খোঁজেনা
এই পৃথিবীতে বন্ধ কেউ কাউরে বুঝেনা
৫.
যার কাছে তুমি দূর্ব, সে-ই করবে
প্রথম করবে তোমায় শোষন-শাসন
৬.
পৃথিবী নামক থিয়েটারে করছি যারা অভিনয়
আসলে কী আমরা জানি নিজেদের পরিচয়?
৭.
বন্ধু তুমি হও যদি সরল
প্রতি পদে পদেই জন্মাবে গরল আর গরল
৮.
আপনা আপনি সাজু সেজে
আপনিই সাজো সাদুরাজ
পৃথিবীটা তো দখল করেছে এখন
নষ্ট, বড্ড ফন্ডিবাজি যাদুরাজ

তুমি কে আমি জানি
তুমি কিন্তু জাননা
আমিটা কী যদি না জানি
তবে তুমি কেন জাননা