বহুদূর হেঁটে আজ আমি অ-বেলায়,
সেই কবে হারিয়েছি তোমায়,বড্ড অবহেলায়।


লেবুফুল আর বেলিফুলের গন্ধ আজও অমলিন
আর বিকেলের আকাশে চামচিকের সাঁজ,
দিক-বিদিক পরিবর্তন হলেও আজও-
কাঠপেন্সিলে সাদা-কালো তোমার আমার ক্যানভাস।


সীমানা পেরিয়ে তোমার আকাশ ছোঁয়া
নিতান্তই বড্ড অখেয়ালে আকাশ
চিৎকার করে প্রাচীর ছুঁয়ে বলি
যে যাই বলুক তোমাতেই আমার শেষ নিঃশ্বাস।


ঐ দূর দিগন্তেরা আজও সময় করে ঘরে ফেরে
নীল আকাশও মেঘ নিয়ে করে খেলা
বহু অপেক্ষার পর আমিও ক্লান্ত
আর কত প্রাচীর পেরোতে হবে,বেলা?


অবহেলার রঙ যদি হয় অ-বেলা!
বলো! আর কত প্রাচীর পেরোতে হবে,বেলা?