দেবী পূজোর থালা হাতে প্রস্তুত।
পূজো দেবে আজ।
ক্লান্তি, অবসানের পূজো।
অনেক কষ্ট করে গতকাল ভোর থেকে বেলি ফুল,জবা ফুল,বকুল ফুল কুঁড়িয়ে রেখেছে।
থালা ভর্তি রক্ত জবা।
গন্ধরাজ।
শিমুল।
বকুল।
একে একে সাজিয়েছে স্তর।
কোথাও দেবতার কাছে চাওয়া স্বপ্ন গুঁজে রেখেছে।
কোথাও বিশ্বাস, আবার কোথাও সম্পর্ক গুঁজে রেখেছে।
দেবতা ধমক দিয়ে দিয়ে বলে, ভালবাসা কোথায় রেখেছিস?
যার মূল্য নেই তাকে রেখে কি লাভ?
এই নিন রক্ত জবা।।
কি হবে তোর রক্ত জবা দিয়ে?
পাঁপড়ি গুলোয় শিকল দিয়ে দিবেন।ক্ষত করে দিবেন বৃন্তগুলোকে।
দেবতা এক এক করে ক্ষত করতে থাকে শরীর।
রক্ত জবার মত লাল হয়ে যায় দেবী।
দেবতা চিৎকার দিয়ে ওঠে,রক্ত জবায় রক্ত কেন?
মূর্খ দেবতা।ভালবাসার রক্ত যে লাল।
দেবতার দুহাত ভর্তি রক্ত-
আর দেবী ক্লান্তি ও অবসানের পূজো দিয়ে বিশ্রাম নেয়।