মানুষ মরে যাচ্ছে,সময়ে
না দেখে তার তদবীর,ফেলে
খোঁড়া কবরের নিচে,পূতে
শরীরের সমস্ত হাড়গোড়,খেয়ে
উঁইপোকা পালিয়ে যায়, তবুও
সে মরে নি,পালাতে চাই।


মৃত্যুর কি কোন স্বাদ আছে?


প্রানপনে ছুটতে থাকে,মৃত্যু
গিলে ফেলেছে তবুও, মানুষ
হতে চাই আবার।


কি রহস্য এই মানুষ হওয়ার পিছনে???


ফেলবে, ফলবেই ধরে একদিন, কবর
খুঁড়ে মাটিচাপা দেবে,বলবে
শেষ কাজটা এখানেই কর,তবুও
তোমার জন্য কোথাও জায়গা নেই।
কবরে বসেই রচনা করবো মানুষের করুন পরিনতি,পৃথিবী
করূন দৃশ্য সেদিন দেখবে,মানুষ
মানুষকে গিলে খাবে,সূর্য
দিন রাএি এক করে ফেলবে, সেদিন
সত্যি সত্যি আর একার জেগে উঠব আমি।