এখনের আমিকে বড় অচেনা মনে হয়।
মনে হয়, অবহেলার অতলে হারিয়ে যাওয়া
নিষ্প্রাণ মানব। অতি তুচ্ছ অস্তিত্বহীন মানব।
স্বর্গ সম ভালোবাসা নিয়ে তার সামনে গিয়েছিলাম।
ভালবেসেছি তাকে । আমার আপাদমস্তক উজাড় করে।
ভালবেসেছি অতি কোমল প্রাণ নিয়ে। সমস্ত আবেগ এক করে।
কিন্তু সে তো আমাকে অগ্রাহ্য করেনি কখনো।
অবহেলা তো চিন্তাতীত। আমরা ভালবেসেছি একে অপর কে-
জন্মাতরের তরে। ভালবেসেছি হৃদয়ের গভীর থেকে গভীর হতে।
যেখানে বিন্দুমাত্র কমতি ছিল না কারোরই।
এভাবেই তো পার করেছি এগার টি বসন্ত।
এই চারটি হাতে ফুটেছিল কত বসন্তের ফুল।
বুনেছি কত রঙ্গিন স্বপ্ন। হেঁটেছি কতটা দূর।
এর মধ্যে কষ্ট কি সেটা কখনো বুঝিনি।
সে বুঝতে দেয় নি হারানো বা না পাওয়ার চিন্তা কেমন।
জানা ছিল না কোন এক ভোর আমাদের জন্য অশুভ হবে।
যেখানে আমাদের প্রতিটি ভোর ছিল সুমধুর ভালোবাসায় পরিপূর্ণ।
জানা ছিল না নিজের বলে কিছুই রবে না সেই ভোরে।
যেখানে কিছুই না থাকা সত্ত্বেও সবই ছিল আমাদের জীবনে।
একনিমিষেই হারিয়ে ফেলেছি তাকে।
কোন কিছু ভেবে উঠার আগেই। কিছুই বলতে পারিনি।
ভাবতে পারছিনা সে আর নেই। আর ফিরবে না কখনো।
আমার সেই। আমার তুমি। আমার অজানা সুখের নীড়।
সেদিন রোদ উঠেছিল ঠিকই,
তবে আমার হৃদয় কিনারে সেই যে ঝড়ো বাতাস বয়েছে
আজো তা এতটুকু থামেনি। আমার হৃদয় প্রবল ঝড়ের তাণ্ডবে ক্ষত-বিক্ষত।
এর পর শত অপেক্ষার পরও একটা ভোর আসে নি,
যে ভোর আমাকে আগের মত ভালবাসতে পারে।
যে ভোর আমাকে আগের মত হাসাতে পারে।
যে ভোর আমাকে আগের মত স্বপ্ন সাজিয়ে দিতে পারে।
কেবল অবহেলার অতলে হারিয়ে যাচ্ছি।
এমন কোন অবলম্বন নেই যে, আমি আঁকড়ে ধরে উপরে উঠব।
রোজ একটা সময় যেন আমি নিস্তব্ধ নির্বাক হয়ে যায়।
আমার কণ্ঠ এতটা ভারি হয় যে মনে হয়-
আমার হৃদয় অনেক কিছুই বলতে চাই, জানাতে চাই, পূর্ণতা চাই
কিন্তু মাঝখান থেকে কেবল বাধা ।
এর পর চক্ষু দ্বয় হতে অজস্র ধারায় জল বেয়ে মাটিতে গড়িয়ে পড়ে।
এভাবেই হয়ত আমি এক সময় চিরতরে নির্বাক হয়ে যাব।
বলা হবে না, যা কিছু অব্যক্ত। যা কিছুর দহনে জর্জরিত আমার ভেতর টা।
জানা হবে না, কি অন্যায় ছিল আমার ।
জানা হবে না, কি ভূল ছিল আমাদের ভালোবাসায়!!