নতুন প্রজন্ম ডাক দিয়েছে, ঐ দেখো তার হাতছানি
এক চেতনা্র উন্মাদনা, মুখে তাদের অমোঘ বাণী
‘সবার উপর মানূষ সত্য তাহার উপরে নাই’
ধর্ম কর্ম ধ্যানের ডাক, বেঁচে থাক এই মর্মটাই
সকল জীবের সেরা যারা, করবে কেন হানাহানি।
নতুন প্রজন্ম ডাক দিয়েছে, ঐ দেখো তার হাতছানি
এক চেতনা্র উন্মাদনা, মুখে তাদের অমোঘ বাণী
‘সবার উপর মানূষ সত্য তাহার উপরে নাই’
ধর্ম কর্ম ধ্যানের ডাক, বেঁচে থাক এই মর্মটাই
সকল জীবের সেরা যারা, করবে কেন হানাহানি।
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২৫টি মন্তব্য এসেছে।
ভালো লাগলো আপনার কবিতা পড়ে,
ভাল থাকুন।
আপনারই,
জাহেদ
মানুষ মানুষ ভাই ভাই।
ভাল লিখেছেন ভাই।
সকল জীবের সেরা যারা, করবে কেন হানাহানি।
এখানেই তো মনটা ভেঙ্গে যায়।
আমার পাতায় আসবেন।
‘সবার উপর মানূষ সত্য তাহার উপরে নাই’
চিরন্তন সত্য কথা ভাই।
ভাল
ভালো লাগলো আপনার কবিতা পড়ে,
হলে সময় ক্ষাণিক আসুন আমারই ঘরে।
ভাল থাকুন।
আপনারই,
সরল মানুষ
সুপ্রভাত আলম দাদাভাই...!
‘সবার উপর মানূষ সত্য তাহার উপরে নাই’
মানুষ শব্দতির বানানটা ঠিক করে নেবেন?
আর খুব খুব সুন্দর চেতনা বোধের লেখা।
আমার আজকের নিবেদন -
*** ফেরারী মন ***
সময় করে আসবেন?
ধন্যবাদ রাসেল ভাই
--ভালো হয়েছে।--
ধন্যবাদ অহনা।
মহাশয় হতে চাই না।
এ আসরে আছেন শুধু ক জনা
এটা সবারি জানা
খুব ভালো অমোঘ সত্য...
আলম স্যার
এই কবিতা নিয়ে
আপনার মতামত চাই..................।
"আফিম তবুও ভালো,ধর্ম সে তো হেমলক বিষ"
যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ
তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি
ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
ক্রমশঃ উঠছে ফুটে ক্ষয়রোগ,রোগের প্রকোপ
একদার অন্ধকারে ধর্ম এনে দিয়েছিল আলো,
আজ তার কংকালের হাড় আর পঁচা মাংসগুলো
ফেরি কোরে ফেরে কিছু স্বার্থাণ্বেষী ফাউল মানুষ-
সৃষ্টির অজানা অংশ পূর্ণ করে গালগল্প দিয়ে।
আফিম তবুও ভালো,ধর্ম সে তো হেমলক বিষ।
ধর্মান্ধের ধর্ম নেই, আছে লোভ, ঘৃণ্য চতুরতা,
মানুষের পৃথিবীকে শত খণ্ডে বিভক্ত করেছে
তারা টিকিয়ে রেখেছে শ্রেণীভেদ ঈশ্বরের নামে।
ঈশ্বরের নামে তারা অনাচার করেছে জায়েজ।
হা অন্ধতা! হা মুর্খামি! কতোদূর কোথায় ঈশ্বর!
অজানা শক্তির নামে হত্যাযজ্ঞ কতো রক্তপাত,
কত যে নির্মম ঝড় বয়ে গেল হাজার বছরে!
কোন্ সেই বেহেস্তের হুর আর তহুরা শরাব?
অন্তহীন যৌনাচারে নিমজ্জিত অনন্ত সময়?
যার লোভে মানুষও হয়ে যায় পশুর অধম।
আর কোন দোজখ বা আছে এর চেয়ে ভয়াবহ
ক্ষুধার আগুন সে কি হাবিয়ার চেয়ে খুব কম?
সে কি রৌরবের চেয়ে নম্র কোন নরোম আগুন?
ইহকাল ভুলে যারা পরকালে মত্ত হয়ে আছে
চলে যাক সব পরপারে বেহেস্তে তাদের
আমরা থাকবো এই পৃথিবীর মাটি জলে নীলে,
দ্বন্দ্বময় সভ্যতার গতিশীল স্রোতের ধারায়
আগামীর স্বপ্নে মুগ্ধ বুনে যাবো সমতার বীজ
আসুন আমরা সবাই
এই মন্ত্রে বদলে যাই।
ধন্যবাদ মন
khub prasongik...valo laglo..
Sotti tai !!
Darun laglo dada.
Ajke amar kobita "ধেনু নিয়ে চলে রাখাল বালক". Nimontron roilo amar patai.
এই কথাটা বুঝেনা কেন এক রাজা দুই রানী ??
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.