গিন্নী গেছে বেজায় ক্ষেপে, " এ ভাবে কি আর দিন কাটে?
নামে তাহার গগন ফাটে, হাঁড়ির ভাত তো কুকুরে চাটে,
উলু বনে মুক্তো ছড়ায়,
বন বাদাড়ে্র মোষ তাড়ায়,
সমাজ সেবায় সময় শেষ, ক্ষেত খামার তার মরছে মাঠে।"