ভোরে শিশিরের তরে,
আমার এ আহ্বান।


জমে থাকো ধরে,
ঘাসের শীর্ষের পরে,
কি আছে তোমার আপনার।


যে আলোয় হও চাকচিক্য,
গর্ব ধারণ করো বুকে।
মিলিয়ে যাবে অদৃশ্যে,
যখন বাষ্প হবে সে আলোয়।


মানুষ হয়েও বোঝ নি,
সময় ফুরলে তুমি লাশ।
পরে রবে তুমি জমিনের তরে,
কে বা রবে তোমার চারপাশ।
শুধু সঙ্গী হবে জীবন কর্ম,
প্রায়শ্চিত্তে শুধু পাপ-পূণ্যের বর্ম।


তবুও এ সরল জীবনের,
মানুষ তার ক্রীতদাস.....!!!