স্রষ্টা যে টুকু গড়ে ছিলো তোমায়,
তাতে মায়া আর মায়াই মাখিয়েছে.....!!!
কি শীতল তোমার মায়া,
এখনো চোখের জল হীম হয়ে যায়,
এটুকুও গড়াতে দেয় না.....!!!


তোমার বুকের যে হৃদ পিন্ডটা আছে,
তাতে রক্ত নয়, ভালোবাসা গুলো
পরিশোধিত হয় বারবার।
যেন এক মুহূর্তের গুলোর সাথে
অন্য মুহূর্তের গুলো মিলতে না পারে.....!!!


তুমি কি সুখ বয়ে দিয়ে গেছো,
যার বাতাসের মৃদু ধাক্কাটা
জীবনের স্রোতে ভেসে চলে অবিরাম।
মনে হয় দুঃসাহসী কোন নাবিকের
নৌকোতে করে পাড়ি দিচ্ছি পাথার.....!!!


তুমি চলে যাওয়াটা খুব স্বার্থপরতা ছিলো,
কিন্তু অপারগতা টাও মানতে হলো,
স্রষ্টার নিয়মে কারও কি হাত চলে.....?!


কিন্তু ব্যথা কি সে নিয়ম বোঝে.....?!
না, বোঝে না, তার ঘাত
বুকের সামনে থেকে পিঠে গিয়ে বিধে.....!!!


পিতৃহারার ব্যথাটা হলো,
বুকের ভিতর একটা চিৎকার হয়,
যা গলার কাছে এসে নিঃশব্দ হয়ে
বুকে গেঁথে যায়.....
প্রতিটিবার.....!!!