ধ্বংসের সীমানায় কর্কশ দম্ভ
বিলীন অস্তিত্বে অর্ধ আলিঙ্গন
ক্ষমতার আস্ফালনে স্বার্থ উদ্ধার বধির মনুষ্যত্ব


লোকালয়ে অসুরের অবাধ বিচরণ
পরিপূর্ণ অভাব বিবেকের সদ্ভাব  
আচরণে প্রদর্শন দেবত্ব নবীত্ব অধিক উত্তম


কাতর মানুষ অস্থির তৃষিত
নির্মম নির্যাতন যন্ত্রণায় পিষ্ট
স্ফীত হাস্যে চলমান উল্লাস পঙ্কিল মস্তিষ্ক


নিগৃহীত হয়ে গড়ে বিগ্রহ
শিল্প সৃষ্টি করে শিল্পী
স্পর্শ ঘৃণিত সত্ত্বায় জন্মে আলোর কাণ্ডারি ।