হঠাৎ-ই গতি বন্ধ হয়ে যায়
বিনষ্ট হয়ে স্বাভাবিকতা বেসামাল করে আমাকে
নিরস অন্ধকার ঘুটঘুটে করে ফোস ফোস
যন্ত্রের যান্ত্রিকতার মতই যাতাকলে পৃষ্ট হই নিরবে
আর-আর সব পাংসে হয় জটিল দীর্ঘশ্বাস


জানা এ মেঘ ভাসমান ক্ষণস্থয়ী আকাশে
অপর্যাপ্ত বাতাস ভারী করে সে অবস্থা
মেঘ বাস্পকনা স্থির নিশ্চুপতায় ব্যস্ত
ভীত সন্ত্রস- আকাশ তান্ডবলীলার আশঙ্কায়
অসোয়াস্থির মাঝে চলে কিছুক্ষণ বিধেথাকা কাঁটা


গুনি প্রহর অধীর দগ্ধ-জীবন- যন্ত্রণায়
ফ্যাল ফ্যাল কোরে তাকিয়ে আকাশের স্তব্ধতা দেখি
নক্ষত্রের ছোটাছুটিতে মাপি নিজের অক্ষমতা
বিষণ্যচিত্তে গ্রাস করে জীবনের স্বস্তি
গতিহীন গতিতে চলে অপেক্ষা পুনশ্চ গতির ।...।।