হতাশা বিস্তৃত  কতোগুলো অবয়ব
তীক্ষ্ণদৃষ্টি নিশানা ভেদ করে অন্তর
তৃষিত চোখ পায় সান্ত্বনা ভেবে সহমরমি
উপশম হয় ব্যথা অন্যের তীব্র কোঁকানিতে


আবদ্ধ সীমানায় নির্দিষ্ট নিজস্ব স্থান
মুষ্টিমুক্ত একজোড়া হাত দেয় নিরন্তর অভয়
মস্তিষ্ক জুড়ে ঘূর্ণায়মান পূর্বস্মৃতি
অপেক্ষা কতক্ষণে লভিব মুক্তির স্বাদ ।