কোনো এক পড়ন্ত দুপুর কিংবা গো ধুলি সন্ধ্যায় আমাদের আবার দেখা হবে!
হয়তোবা কোনো এক ফাল্গুন এর মধুর বসন্তে আমাদের দেখা হবে,
দেখা হবে নীরবে বয়ে চলা কোনো এক নদীর তীরে।


সেদিন কি তুমি নীশব্দে বয়ে চলা নদীর মতোই নীরব থাকবে?
নাকি তোমার দেওয়া ডাকনাম ধরে আমাকে আবার ও ডাকবে!


যদি দেখা হয় শিশির ভেজা কোনো সকালে
তবে কি তুমি তীব্র অভিমান এ আমার থেকে মুখ ফিরিয়ে নিবে?
যেভাবে শিশির ভেজা ঘাসগুলো থেকে শিশির কণা শুষে নেয় সূর্য!


তোমার দেওয়া ডাক নামে আর নাই বা ডাকো
আমার প্রতি তোমার অভিমান হোক যতোই
দেখা আমাদের হবেই,
দেখা যে হতেই হবে!