সবমেঘ খসে গেলে আকাশ হয় নিঃস্ব ও নির্ভার
ধূসর দৃষ্টিসীমা নীলআভায় আবার রাঙিয়ে উঠে আকাশের সংসার।
এভাবেই একদুইতিনচার করেকরে ভাঙাগড়ার নামতা ;
খেলছে কোন মহাকাল কোন সে মায়ার খেলা বলো এমন দুনির্বার!