এই দ্যাখ কবি আমি
দিই নাতো ফাঁকি
মনের সুখেতে আঁকি
ছবি এক খাকি

দোল দোল মায়াময়
কারুময় ধরা
হিল্লোল রূপ তার
দ্যায় নাকো ধরা

চোখেতে মন যদি
হয় কারু পরা
অমনি খুলে যাবে
রূপ মনোহরা

দ্যাখবি ভাই ত্বরা
মোর আঁকা ছবি
পাকা পাকা চাঁদ
সব তরতাজা রবি

উন্মুখ ফুল বলে
চল কবি ভাই
মৌমাছির ঘরকে মোরা
বেড়াতে তো যাই

পাখি বলে আঁখি খুলে
কোন গান গাই
শুনবে ভাটিয়ালি
কাওয়ালি শুনাই

প্রজাপতি বলে কীরে
তার নাকী বিয়ে
আসবে বর সেজে
হলদেটে টিয়ে

বলছে নদীর কূল
খুব রেগেমেগে
কেন কবি এত ত্বরা
যাও তুমি ভেগে

কলকল জল তার
ছলছল ছল
এমন মোহন ফাঁদে
কে পড়েনা বল

পানসি একখানা
ডাকে তার পাছে
তার বুকে একখান
রূপবান আছে

মাছরাঙা মন তার
লালশাদা মাছে
একখান পেলে খুব
দিলখুশে নাচে

কাকের শখ নাকী
খাবে পাকা জাম
এই দ্যাখো ধুপ করে
মুখ খুলে আম

এমন সুমন ছবির
দেবে কত দাম
প্রেমের দামেতে
তার তুলছি নিলাম