দোহাই তোমার
আমাকে যুদ্ধে যাওয়ার কথা আর বলো না!
আমি আর আগের মত যুদ্ধেই সকল সমাধান
রক্তেই সকল সুবিচার খুঁজি না....


যুদ্ধের সেই প্রাচীন কৌশল
সে কবেই পাল্টে গেছে হে প্রিয়তমা
মিগ-৩৫ বোমারু বিমান
আণবিক
রাসায়নিক
পারমাণবিক মজুদ
টমাহক ক্রুজ ক্লাস্টার মিসাইল ড্রোন
যৌবনের বদলে এখন এগুলোই
কেবল যুদ্ধজয়ের মোক্ষম হাতিয়ার.....


তাই বলছি শোন
হে প্রিয়তমা
দূর দিগন্তরের ঘননির্জন বাগানটি
আমাদের স্মরণ করছে খুব করে
বরং চলো হাতে হাত ধরে
আমরা চলে যাই সে অজানার সীমানায়
কোনো এক শিশিরঝরা সতেজ ভোরে


দখিণা হাওয়ায়হাওয়ায়
পাতার সেতার বাজে আনমনে
চলো দিনভর হারিয়ে যাই সে পাতাঝরা
বাগানের গোপন সব কোণেকোণে
চল খুঁজে বের করি
সকল গোপন তৃপ্তিরস; আস্বাদন!
উন্মোচিত হোক আমাদের সকল
নকল আব্রু আচ্ছাদন
খসে পড়ুক ঘাতক লজ্জা আর সকল
সলাজ বসন
বন্ধ হোক যৌবনের সকল নীরব অপচয়
যুদ্ধের নামে আর আজন্ম ধ্বংস নয়!
বরং জন্ম হোক প্রজন্মের পর প্রজন্ম
ব্যর্থতার গ্লানি নয়
বরং কাজে লাগুক আমাদের ভরা শ্রাবণ-ভাদ্রমাখা যৌবন....
রাজটীকা নয়!
অন্তত
শান্তনার তীলক অঙ্কিত হোক যৌবনে!