কথার ওজন


কথারা জমেছে শ্যওলার মত জীবনের উঠানে
আগন্তুক পাখিরা ঠোঁটের ধোঁয়াশা মাখে কথার কানেকানে...
বলতে পারি না
ধরতেও পারি না কথাদের ভার
জ্বলছে বহ্নিশিখা শরীরের তারেতারে
ছিড়ছে হৃৎপিণ্ড শুধুই কথার ওজনে...



জীবনমৃত্যুর সন্ধিক্ষণ
      


মৃত্যু অনেকসময় জীবনের কাছাকাছি
ঘেঁষে ফিরে যায়
মৃত্যু অনেকসময় জীবনের সাথে মেতে
উঠে নির্মম রসিকতায়
ভাটার সন্ত্রাসে হারিয়েযাওয়া নৌকা যেমন উজানে ফিরে আসে সৌজন বেদিয়ার টানে!
জীবন কেবলই বেঁচে থাকে অভিকর্ষজ টানে।