একের ভিতরে তিন



আপনারা জার্মান গেলে নিশ্চয় এখন আর হিটলারকে দেখবেন না
কিংবা ইতালি গেলেও মুসোলিনিকে দেখার সাধ
অপূর্ণই থেকে যাবে
বরং হে বিশ্ব হে উৎসুক পৃথিবী
আপনারা
আজ বাংলাদেশের দিকে তাকান
সুন্দরবন----রাঙামাটি----কিংবা কক্সবাজার
দেখার অজুহাতে হলেও
হিটলার মুসোলিনি কিংবা মিশরের ফিরআউনকে
এক অবয়বেই দেখে যান.......


                    -------


বর্ষা


পূবের আকাশে উড়ছে
একঝাঁক প্রসন্ন বলাকার দল
মুক্তির মিছিল নিয়ে
সহসা উড়ে গেছে অনিকেত শঙ্খচিল
মেঘের দেয়াল ফেঁড়ে ঝরছে আলোর নিনাদসব
রুপোলি জলে ভাসছে সাগর-নদী খাল-বিল।



                  -----------


বিবর্ণ গ্রাম...


ছোটফেনীর জীর্ণ ক্ষীণ কোলে
ঝিমিয়ে পড়েছে আমাদের  গ্রাম.....
রোবটিক নিঃশ্বাসের জমকালো হাটে
সোনার বদন-- সবুজ পশম-- তার উঠেছে নিলাম....
হারিয়ে গেছে সেসব
সোনালী সকাল
সবল দুপুর
কিবা জোনাকজ্বলা রাত
শরমে লুকায়েছে দয়া-মায়া ভালোবাসা সব
বেড়েছে হলুদপাতার ঝাঁঝালো চোখরাঙানি-
দুহাত বাড়িয়েছে সর্বভূক কালশিটে দানব।