-----------হে তরুণ নও-জোওয়ান
                   ---আজগর আলী
               ---রচনাকাল ২৫-০১-২০১৮খ্রিঃ


   তারুণ্যের জোয়ার বৃথা যেতে দিও না
            হে তরুণ নও জোওয়ান
       হতাশার গ্লানি মুছে দাও আজ
             দীপ্ত শপথে হও বলীয়ান
     রঙীন পানি আর লাল ট্যাবলেটে
             মজে থেকো না আর
       হও নয়া বিপ্লবের পানে আগুয়ান


     দ্যাখো, হায়েনার দল খাবলে খায়  
              তোমার মায়ের দেহ
     চারিদিকে কেমন শশ্মানের নীরবতা
   প্রতিবাদের আওয়াজ তুলে নাতো কেহ
  ছাত্র সমাজও আজ ক্ষয়ে গেছে কেমন    
              হয়েছে যেন তার মেহ


         বজ্র নিনাদে হাঁকতে হবে আজ
          ভাঙতে হবে বাধার বিন্ধ্যাচল
      নব্য স্রোতে পূর্বাশা জাগাতে হবে  
     প্রাণেপ্রাণে জাগাতে হবে নয়া হিল্লোল
      বিজন বনের নৈশব্দ ভাঙাতে হবে  
         ফোটাতে হবে অবারিত কল্লোল


     হায়েনার বিষদাঁত ভেঙে দিতে হবে
        হতে হবে নিপীড়িতের ছায়া
  মরা প্রাণও সুবাসিত হবে ঘ্রাণেঘ্রাণে    
        জনেজনে দেখবে সত্যের কায়া
   জালিমের জন্যে পাষাণ কাবিলা হবে
       অন্তরে জাগবে না কোনো মায়া


    বাহান্ন বলো নব্বই বলো সব বিপ্লবের-
       অগ্র-সেনানী তোমার মতই তরুণ
  এক জীবনের দরে হাজার জীবন খরিদ-
  করেছিলো তারা মৃত্যুকে করেছিলো বরণ
      আজও ইতিহাস তাই শ্রদ্ধাভরে  
   সে সব বীর তরুণদের করে স্মরণ।


রাজনীতির দালালি
-----আজগর আলী
রচনাকাল ২৫-০১-২০১৮খ্রিঃ


শুনতে খারাপ লাগলেও একটা কথা
আর না বললেই যে নয়


দেশ; রাষ্ট্র সমাজ রাজনীতি গেলো গেলো বলে
শেয়ালের মত রব উঠাই আমরা সকলে
নিয়ত আমূল পরিবর্তনের জন্য সোরগোল তুলি
টকশো কিংবা গোল টেবিলে


আগে আশ্চর্য হলেও এখন একটু ভ্রুকুটিও
হয় না আমার
যখন সেই আমরাই তলে তলে দালালি করি
প্রচলিত রাজনীতির।