এখনও এখানে
//আজগর আলী//


এখনও এখানে রাতের আব্রু সরিয়ে সোনালী ধানের খেতে নেমে আসে চুপচাপ ভোর-নিঃসঙ্গ কাকতাড়ুয়ার দুচোখে লেগে থাকে দুফোঁটা বিনম্র শিশিরের ঘোর- কৃষাণীর চোখেচোখে নরম আলপথ দুঠোঁটে ফোটে বর্ণিল ঘাসফুলের হাসি-এখনও এখানে দুপুরের কালে- নিশিন্দার ডালে-লালনীল দুপাখা মেলে- একটি বিরহী প্রজাপতি বলে- ঘাসফড়িং! ভালোবাসি-



ঝরাপাতার পূর্বাভাস
//আজগর আলী//


এখনই এখানে নিঃস্ব ঈশ্বর নেমে আসবে-এইসব উচ্চকণ্ঠ কচুরির পদপুটে-জমেথাকা একাকী একটি শোলমাছ-ভীষণ বিষণ্ন সন্ধ্যায় নিবিষ্ট এক অর্বাচীন ধ্যানে-অদূরেই টুপ করে ঝরছে একটি গাঢ় সবুজপাতার অহম- এখনই ঈশ্বর সিংহাসন
ছেড়ে বৈরাগ্যের পুটলি কাঁধে-লাউশাখার ডগায়ডগায়-বর্ণগন্ধীর লতায়লতায়-লজ্জাফুলের মিহিন সুঘ্রাণে- এখনই ঈশ্বর নেমে আসবে-একটি প্রবীণ ধানপাতার পরে- ঝরাপাতার পূর্বাভাস নিয়ে এরকম একটি সুনসান অঘ্রাণে।