যে কথা বলা হয় নি আগে


আজগর আলী


কোনো এক চন্দ্রালোকিত রাতে অবশেষে
পরিচিতসব পথ ভুলে
সকল অধিকার শিকেয় তুলে
যদিবা সে এ পথে হঠাৎ ফিরে আসে-
এবার আমি বলে দিবো
হ্যাঁ আমি বলে দিবো তাকে সে কথা
যে কথা ভয়; শরমে বলা হয়নি বহুআগে
যে কথা আজও মনে পড়ে ভীষণঅনুরাগে-


হ্যাঁ আমি বলবোই তাকে সে কথা
যে কথা রটেছিলো বাংলাবাজারের হাটে
যে কথায় মজেছিলো কুলবধুয়ারা কাঞ্চাপুকুরের ঘাটে-


কোনো এক ঘুম না আসা রাতে
যদিবা ফিরে আসে সে
হয়তো কাঁপবে এ দুহাত অজানা তরাসে-
তবুও কাঁপাকাঁপা ঠোঁটে
এবার আমি বলে দিবো
হ্যাঁ আমি বলে দিবো তাকে সে কথা
দুকূল ভাসায়ে যে কথা নিয়ত বলছে  জলাঙ্গীর ঢেউ
আমি নয় যে কথা অবাকজোছনার সাথে বলেছিলো আমার মত কেউ-
যে কথায় জীবনের জন্য পরান বাজি ধরে
যে কথা নির্জনেই বেশি- বেশি মনে পড়ে-


হ্যাঁ আমি বলে দিবো সে কথা
যে কথা লুকিয়ে আছে আঠারো সন বুকের বামপাশে-
যে কথার গান প্রাণের সুরে প্রাণ গেয়ে উঠে উল্লাসে