---     ---- --  
          

        জীবন বড়ই করুণ হয় কবিদের

      পদকের মোড়কে আবৃত হলেও ;
  ওভাবে বরণ করে না সমাজ কবিকে,
       ক্ষুধায় কাবু হয়ে নিভুনিভু জীবন
   নিয়েও আঁকেন সমাজের ছবিকে ।

                        আবার!
       বাস্তবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কবিরা;
         বাঁধেন আবেগের সাতমহল
শব্দের তুলিতে অবলীলায় এঁকে দেন জান্নাত  
       জাহান্নাম নতুবা কিঞ্চিৎ তাজমহল

     কবিরা পরাজিত হন ; পরাজয়
                 মানেন না তবুও
     জীবনের কাছে হেরে গেলেও কবি;
         কবির কবিতা হারে না কভুও

  জীবনের পাঠাতনে আঁকেন কবি সুখ
             দুঃখের অমিত্রাক্ষর
  কঠিন যুক্তাক্ষর ভেঙেভেঙে কবিতার
                 লাইন করেন বড়
    জড়সড় ইতিহাসকেও করে তোলেন  
                     তোলপাড়

  শব্দের উতরোল আওয়াজে আওয়াজে
     কবির কবিতা ছুটে মহাকালের পথে
   নৈশব্দের বুকে ঝড় তোলেন কবিরা
       তীরবেগে হাঁটেন যুগসন্ধির রথে!

                     কবিরা;
   রাজমিস্ত্রির ওলনে মাফেন ছন্দের বুনন
মনখরাপের বন্দরে বন্দরে গড়েন শান্তির মনন

শপথের দৃঢ়সব বাণী ফলায় কলমের ডগায়
        উপেক্ষার তিলক কপালে পরে
        জয় করে ক্ষুধা ও মৃত্যুর ভয়

               কবিরা পার্থিব হয় না
     কোনো এক পরাজীবনের লোভে
      বৈসাদৃশ্যে  বিবেক নড়েনড়ে ওঠে;
        কবির শব্দমালা ফাটে ক্ষোভে

   কবিতা ধারণ করা সহজ ; কবির জীবন
                   ধারণ বড় কঠিন
        কবিদের দুঃখ কবিরাই বুঝেন শুধু    
       আবার অনেকেই বিদ্রুপ হানেন।