ধানক্ষেত ঘুমিয়ে গেলে সোনালিকইতর ধেয়ে আসে বাছুরের স্বপ্ন নিয়ে- বিমর্ষ কাকতাড়ুয়া হাসে নির্নিমেষ- ছানিপড়া  চোখ কুয়াশার কাছে ভিখ মাঙে বারবার- বিবর্ণ ঘাসফড়িঙ তিরতির করে লাফিয়ে উঠে ভেঙে দিয়ে যায় শিশিরের ধ্যান-
তখন আমার ঠোঁট দুটি কাতরপ্রায় - মনেমনে কাঙ্ক্ষায় ডুবে যেতে যায় এসব অমূল্যভ্যাসলিনে- কী জানি বলবে তাই- এই অবেলায় রেইনপ্রুফ জ্যাকেট পরে খাড়ির কিনারা থেকে হাই তুলে ছুটে আসে একটি অ-নিপাট কুনোব্যাঙ।