কবে ভেঙে যাবে সব বাঁধ; বিবাদ আর
আঁধার লুকায়ে ফুটবে ভোর,
তাতিয়া তাথিয়া নাচিবে লক্ষকোটিপ্রাণ আর
খুলে যাবে সব আবদ্ধদোর?


কবে জেগে যাবে বিবেক; ঘুমন্ত  আগ্নেয়গিরিসব
হৃদয়সীমান্তে বসবে আলোর উৎসব !
কবে জীর্ণ টানাপোড়েনের হবে চিরঅবসান
কবে নবজাগরণের সূচনাপর্বে -
বেজে উঠবে নবগান--স্লোগান!


কবে ভুলে যাবে যা ছিলো ভুল; মহাভুল
পরিশুদ্ধ হবে সকল অন্তর,
ধর্মের নামে হানাহানি ছেড়ে
কবে গলা খুলে আওড়াবে মানবতার মন্তর....