সন্ধ্যা


//আজগর আলী//


দুপায়ে দুগাছি ঘুঙুর মেখে গোধূলির বিভ্রম থেকে ছিটকে পড়লো বিনম্রসন্ধ্যা-অদূরে ফুটবে বলে বিলাপ করছে একগাছ কলি নিশিগন্ধা-সিনান সেরে ধূপকাঠি হাতে ছায়াবৌদি জপছে ইষ্টনাম- অজানারোগে ভুগে মঙ্গলা মাসি অবশেষে ছেড়েছে এই ইহধাম-অতঃপর এ দৃশ্যের ভেতর চুপিসারে যাওয়া আসা করে একথাল চিনামাটি বাটি আর নতুনব্র্যান্ডের কাচবোতল-দুয়েকজন মাতাল নিজেদের হৃৎপিণ্ড স্বেচ্ছায় নিলামে তোলে-সন্ধ্যার আসকারা পেয়ে একদিন চলে গেলো যে পাখি দূরে- যেনবা অদূরে ডাকছে সে পাখি সন্ধ্যার ডাকনাম ধরে-