আমরা কথা বলছিলাম চুমোর উপকারিতা নিয়ে
কিংবা প্রজননবিজ্ঞান--অথবা একটি স্বাস্থ্যসম্মত সঙ্গমের কায়দাকানুন...এলুয়ার ভ্যানগগ নিয়েও ভাবাভাবি চলছিল আর- দূর থেকে তাকিয়ে দেখছিলো সিগমুন্ড ফ্রয়েডের কঙ্কাল! এসব দৃশ্যে
হঠাৎই অনাহুতের মত ঢুকে গেলো গণতন্ত্র! সীমান্ত-কাঁটাতার ফেলানি- ঢুকে গেলো ইলিয়াসআলী আর সাগর-রুণি- শেয়ার বাজার, চারহাজার কোটির হিসাব- রিজার্ভ লুট - ব্যাংক খালি- মহাবাজেট - কয়লার কালি-
রাবিশ খবিশ ইবলিশের মাসিপিসি- বেহায়া মন্ত্রীর বেখাপ্পাহাসি- বাবার কোলে শিশুসন্তানের কাফনপরা লাশ- চারদিকে রক্তের ছোপছোপ দাগ দুচোখে ঢুকছে কাঁদানে গ্যাস...আলোচনা এগুলো না আর- তুমি আমি নির্বিকার.....