বাঁচার ইচ্ছে কবেই ফিকে হয়ে গেছে মনে নেই
তবে যখনই মরতে যাই তখনই মনে হয়
ধুৎ ছাই,আমি যদি মরেই যাই
এই সবুজ শ্যামলিমায় তোমার গায়ের সুগন্ধিমাখা বাতাস আমাকে না ছুঁয়েই
মিশে যাবে দিগন্তের নীলিমায়!
এ আমি বেঁচে থাকতে হোতে দিতে পারি!
তাইতো মরার সকল পরিকল্পনা ভেস্তে দিয়ে
প্রতিবারই বেঁচে থাকি ;
আমি তোমার কাঙ্গাল ছিলাম আজীবন
কখনো তোমাকে পাওয়ার কাঙ্গাল ছিলাম না বোধহয়;
তাইতো পাইনি!
তাই বলে তোমার উচ্ছিষ্ট ভোগ থেকে নিজেকে নিভৃত রাখার ইচ্ছে নেই।


যা কটা দিন বেঁচে থাকি তোমার উচ্ছিষ্ট ভোগেই কাটিয়ে দেবো নির্দ্বিধায়।