আবার ভগবানে ভগবানে ছেয়ে গেছে পৃথিবীর বুক
পৃথিবীর হয়েছে আবার ভয়াল অসুখ


আমিও তড়পাই সে অসুখে সহে না যে জানে
আহত প্রাণ নিয়ে আমি উন্মুখ হয়ে আছি
শুধুই তোমার পানে


উঠে এসো নজরুল মাটির কবর করে দীর্ণ
কবিতার আঘাতে আঘাতে;
আবার ভগবানের মুণ্ডু করো ছিন্ন


আবার জ্বালাও তব হোমশিখা সাগ্নিক
আবার যজ্ঞ সাজাও সাজো উন্মাদ পুরোহিত


দলে যাও যত; পাপিষ্ঠ আর বাধার বিন্ধ্যাচল
খলখলে হেসে পদচিহ্ন আঁকো
ভগবান বুকে কাঁপিয়ে আকাশ ভূতল


খেয়ালি ভগবান খেলছে কেমন মাতাল বেতাল খেলা
মানুষ মানবতা ডুবছে, ডুবছে অধিকারের ভেলা


বেলা থাকতে নেমে এসো স্বর্গের দুয়ার ফাঁড়ি
হুর সাকিদের ছেড়ে আসো দাও খোদার সাথেও আড়ি


উন্মাদ সারথীরাও চেয়ে আছে তোমার পানে আজ
বেলাজ কমিনার দল;
পরে আছে আজ ইশ্বরের মাথার তাজ


সভ্যতার খাঁজে খাঁজে এঁকে দিচ্ছে ভয়াল
টর্চার সেল
কোথায় রণতূর্য তোমার হাঁকাও রণভেরী
ছুড়ো বিষমাখা শেল


নজরুল নেমে এসো খোদার আরশের ছায়া ছাড়ি
ভগবানের খেয়ালে আবার বন্ধ হচ্ছে মানব সেবার গাড়ী


ক্ষ্যাপাটে কবিদের কবর রচিত হয় প্রতিটি
বইয়ের মেলায়
নজরুল নেমে এসো পৃথিবীর নাভিশ্বাস হচ্ছে
আবার ভগবানের জ্বালায়


ভগবানরা গড়ে তুলছে কেমন স্বৈরাচারী
স্বরাজ
আরেকটি বিদ্রোহী কবিতা লিখে দাও
আমি আবৃতি করি আওয়াজ তুলে দরাজ!


ভগবানের খেয়ালে তুলে দাও আজ ভয়াল কাঁটার দেয়াল
বিষের বাঁশির আওয়াজে আওয়াজে ভগবান সাজুক শেয়াল


অর্ধ জাহানের অধিবাসিরা সেই ভগবানকেই দেয় পূজা
আমি মরি সেই ভগবানের জ্বালায়;
এসো নজরুল  সেই ভগবানকেই দাও কঠিন সাজা।