পূর্নিমাকে ভালবাসি
আমি আঁধার পথের যাত্রী,
মরি আবার জাগি
এমনি কেটে যায় রাত্রী।


বেঁচে থাকার অদম্য বাসনা,
মৃত্তিকাকে ভালবাসি,
জীবনের ঘটন অঘটনে আমি
হাসি আর কাঁদি।


নিরবে নিভৃতে স্মৃতির নদী
বয়ে চলে সুদুরে,
বেঁচে থাকব অনন্তকাল,
যেতে চাই বহুদূরে।


মিছে আশায় ভালবাসায়,
করি চোগলখোরি,
মাথায় টুপি লম্বা দাড়ি
রেখে করি বাটপারি।


সূর্যের আলো চাঁদের কিরণ,
মায়ায় রাখে দিবারাত্রী,
কোন একদিন সবছেড়ে হব
আঁধার ঘরের যাত্রী।