ভাল লাগে তাই ভালবাসি
দুরে থেকেও বারবার  আসি।


মুখের বানী কবিতার ধ্বনি
তুমি বল কান পেতে শুনি।


যখন থেকে তোমারে চিনি,
দেখেছি হাস্যজ্জ্বল বদনখানি।


যেন মুক্তাঝড়া হাসির রাশি
তখন থেকেই  ভালবাসি।


শিশিরে সাজানো কপালখানি
মেঘবরন তোমার নয়ণমনি।


লালচে-সোনালি চিবুক তোমার
মনকেরে নেয় রুপের বাহার


তুমি স্বপ্ন পুরীর রাজকন্যা
তুমি আমার রুপশী অনন্যা।