"
মেঘের ফাঁকে আধখানি চাঁদ
আড় চোখে চেয়ে আছে বাগিচার পানে
বাগিচার ফুল সহসা হাসে,
আলোর ছটায় ভোমরার গানে গানে।
"
মধু লোভে লোভে ভোমরা
আসে বার বার চুষতে চুষতে পরাগ রেনু
নদীর ধারে রাখালিয়া সুরে,
কোন সে প্রিয় বাজায় বাঁশের বেনু।
"
সে প্রিয়কে দেখে রুপসী চাঁদ
লজ্জায় লুকায় মেঘের আড়ে মুখখানি
দক্ষিনা হাওয়ায় উড়ছে,
সাদা মেঘ সম নীলাম্বরীর আঁচল খানি,
"
এখন তোমার ছোয়ার আশায়
নিত্য দিনে বসে রই খোলা জানালার পাশে
গরমে সরমে দেহখানি আজ,
বিদগ্ধ বিষাদে বিরক্ত হয়ে কান্নায় হাসে।


সাঁঝের মায়ায় উঁকি মেরে
চুপটি করে লুকাও কোন গহীন অরন্যে
সারারাতভর খুঁজে হয়রান
পরান ফাটে তবু কবিতা আসে না স্মরনে।