অস্বীকার করোনা
আজহারুল আল আজাদ


দু:খ পেলে আকাশে দেখ
সূর্য পুড়ে বিলায় আলো,
কষ্ট পেলে কবর দেখ,
ঘড়খানাতো আঁধার কালো।


রোগ হলে যাও বৈদ্যখানায়
কতজনে ভোগছে রোগে,
জীবনটাতো এখনও আছে,
হইও না কাতর অধিক শোকে।


তোমার বাড়ির পাশে দেখ,
কতকজনে মরছে ধুকে
ওদের তুলনায় বেশ আছতো,
রেখেছেন প্রভূ তোমায় সুখে


প্রতিবন্ধির হাত পা নেই
তবুও সে চলছে ছুটে,
তোমার আমার সব থেকেও,
অল্প শোকে পড়ছি লুটে।


বদ চিন্তা মাথায় এলে,
তওবা কর বারংবার,
ধরণীতে যা আছে সব
কোনটিকে করবে অস্বীকার।


জন্ম মৃত্যুর মালিক যিনি
তাঁর দয়ায় সবি সৃষ্টি,
সব কিছুতে আছে কল্যান,
তিনি পরক্রমাশালী মহান।