আশিনের গান
আজহারুল ইসলাম আল আজাদ


আশিন মাসের ঝরিয়া দিনত, বউকোনা মোর
বাড়িত নাই একেলায় থাকং ঘরত,
হঠাৎ করি আমাসা ঝারা তাতে আবার পেটের ব্যাথা ও মুই পরিয়া গেনু জরত।
ও মুই পরিয়া গেনু জরত। (২)


ও মার বাড়ীর গেন্টুর মাইয়া তাকে ডাকেয়া কনু তোমরা একনা যাওতো ফুলতির গোরত,
ওকে যেয়া কইমেন তোমরা এলায় বাড়ী আইসে যেন ও মুই পরিয়া আছু জরত।
ও মুই পরিয়া গেনু জরত।(২)


গেন্টুর মাইয়া ফেরত আইল তার কথা কানতে না নেইল আরো কইছে মুই বেলে নাড় পানিয়া মরদ।
মাও যদিকাল থাকত বাছি দেখত মোকে কয়বার আসি হারাম হইত মায়ের চোখের নিন
করত কত দরদ।
ও মুই পরিয়া গেনু জরত।(২)