অদৃশ‌্য এক রোগ
হাটতে হয় বেশ‌ি
হাটতে হাট‌তে পুরপুরা
হার মাংস পেশ‌ী।


শরীর না‌মের পাহাড়ে
গর্ত করছে শেয়াল
যে দিকটায় চিবায়
সে দিকটা বেহাল।


কখনও পাহাড় চুড়ায়
কখনও পাদ‌দে‌শে,
বিকলঙ্গ ক্ষত নি‌য়ে
বাঁচা শুধু কায়‌ক্লে‌সে।


তোমার সা‌থে যুদ্ধ
আমার হাটার যুদ্ধ
তোমায় নি‌য়ে হাট‌ি
পালাল‌ে হব শুদ্ধ।


সবকিছু খেয়েও যদ‌ি
সাধ মি‌টেনা তোমার
বাকিটুকু খ‌েয় তুমি
অমার মরবার পর।