ব্যর্থ প্রেমের গন্ধ
আজহারুল ইসলাম আল আজাদ


বুঝেছি! পিড়িতের কী জ্বালা
পাওয়ার আনন্দ না ব্যকুলতা।
যতসব দোষ সেই কালপুরুষ টার


দখল নিয়েছিলে কালপুরষটাকে
বিকেলের মিষ্টি রোদে আল পথে
হাতে হাত ধরে বাতাসে ভর করে
লাল দুটো ঠোঁটে চুমুক দিয়ে দিয়ে
শুধু চলার ব্যকুলতা।


মিষ্টি রোদ ঝির ঝিরে বৃষ্টি
মনে হচ্ছে,
রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেক শিয়ালের
বিয়ে হচ্ছে;একদিন হবে আমাদের প্রণয়।


বৃষ্টির ফোটা আর ঘামে দেহ
ঝরছে,ব্যার্থপ্রেমের কী বিশ্রী গন্ধ?
মাঝে মাঝে হারিয়ে ফেলি ছন্দ,
তুমি নাইতো কালপুরুষটাই ব্যার্থ।