বিদায় হয়েছে বেনিয়ার দল
থেমে গেছে যুূদ্ধ,
থেমে গেছে বুলেটের শব্দ,
বিনিময়ে ঝড়েছেে তাজা রক্ত।
পেয়েছি রাঙ্গা প্রভাত,
পেয়েছি বিজয় পতাকা,
পেয়েছি স্বাধীনতা তবু আজও
কেন মোরা অবরুদ্ধ?
মোরা বীর বাংগালী,
তিতুমিরের বংশধর,
সিরাজের উত্তরাধিকারী,
মান রক্ষায় জীবন দিতে পারি।
মোরা মুজিবের অাদর্শে চলি
মুক্তিযুদ্ধের কথা বলি;
স্বাধীন হয়েছি,
স্বাধীনতার সুফল পেয়েছি;
আজও তবু
কেন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ,
দেশ গড়বার সময় এসেছে,
তবু কেন আজও লাশের গন্ধ
বাতাসে ভাসে,
বাতাস  ভারি হয়ে আসে,
ছেলের অপমানে মা কাঁদে,
বাবা  ভিক্ষে করে,
বধু ভালবাসা হারায়,
অভাব কুঁড়ে কুঁড়ে খায়।
সমাজে চলে ত্রাস,
রাতের অাঁধারে ঘোরে
মুখোশ পরা নীল চেহারার দল,
তারা করে সন্ত্রাস।


এখনও কেন মসজিদে
কোরআন পুড়ে ছাই করা হয়?
বাতাসে উড়ে আগুনের শিখা,
এই কি শিক্ষিতের এই শিক্ষা?
গাছ কেটে রাস্তা কেটে জনজীবণ,
বিপন্ন করে নিজেকে,
অন্যায়ে জড়ানো হয় কেন?
এসো হে নও জোয়ান এসব প্রতিহত,
করে হাতে হাত মিলা,
মুটি মুটি ভালবাসা বিলা।