মাগো দশ টাকা চাই,
কথা কিনব মোবাইল ফোনে,
দুরে থাকিগো মা;
বলব কথা তোমার সনে।


না মাগো বলিনা কথা
কোন নেতা মন্ত্রীর সাথে,
ঘুরেছি মাস বছর কাল ;
আমি তাদের জঞ্জাল!


প্রিয় সেতো ভুলেই গেছে,
মিসকল দিত রোজ প্রাতে,
সে আর লয় না খোঁজ;
আমি এখন বেকার  বলে।


তুমি কিন্তু পারনি ভুলতে
যদিও আমি বেকার ছেলে,
ভিক্ষে করেও  পড়িয়েছ
গড়িয়েছ সকল ব্যথা ভুলে।


কলেজে ছিলাম মাগো
কত বন্ধু ছিল পাশে,
পড়া লেখা শেষ করে
আজ ঘুরছি নেতার পিছে,


শুধু আমায় খাটায় নিল
মস্তান হলাম সময় গেল,
কিবা দিল কিবা পেলাম
আজ শুধু বেকার হলাম।


তাইতো মাগো আজ
তুমি ছাড়া আর কে আপন?
অপর জনে ব্যবহার করে,
ছুরে ফেলে যখন তখন।


তুমি পড়া লেখা করনি
হয়েছ পরের ঘরের রাঁধুনী,
আমায় পড়া লেখা করিয়ে,
শেষ হলনা তোমার কাঁদুনী।