বিজয় বীরত্বের ইতিহাস
মোঃ আজহারুল ইসলাম আল আজাদ
১৫ ডিসেম্বর ২০২১ খ্রিঃ


অজানা আনন্দে নবীন আসে আল পথ ধরে
৭১'র গল্প নবীন গুরুর মুখে শুনে মনোযোগ ভরে।
শুনে নবীনের মনে হয় এযে গল্প শুধু কল্পনার
বাঙ্গালী কেমনে সাজে আল-বদর রাজাকার?
কেমন করে ভিন দেশিদের সাথে মিলায় হাত
কেমনে সাজে দালাল কেমনে সাজে জল্লাদ?
ছোট মানুষ অবুঝ মন ক্ষুদ্র ক্ষুদ্র চিন্তা চেতনা
ভাবনা দানা বাঁধে মনে বিজয় হল এক বেদনা।
যুদ্ধ, ট্যাং,রাজাকার,পাকি পাগলী দাদীর মুখে,
শুনে শুনে নয় বছরের নবীন সব গেঁথেছে বুকে।
দাদু আসেনি ফিরে কোথা গেছে ৭১'র রাতে
বিজয়ুল্লাসে নবীন ছুটে স্বাধীন পতাকা হাতে।
পাগলী দাদী মরতে বসেছে জীবন নদীর তীরে
চিনতে পারেনি সে দাদুকে লক্ষ লাসের ভীরে।
ভোরের সূর্য উঁকি মারে নীল আকাশের গায়ে
ঘাষের ডগায় শিশিরবিন্দু জড়ায়ে নবীন পায়ে।
এক হাতে ফুল অপর হাতে বিজয় নিশান নিয়ে
শহীদ মিনারে ফুল দিয়ে অপলক চেয়ে চেয়ে।
দাদাকে খোঁজে মিনারের গায়ে পাবার উচ্ছাস
নয় গল্প নয় ঘটনা বিজয় হল বীরত্বের ইতিহাস।