বন্দী দশা
আজহারুল ইসলাম আল আজাদ


নির্মল আকাশ,বসন্তের বাতাস,
পৃথিবী নিরব নিথর,
শ্রেষ্ট মাকলুকাত আজ শোকে
চিন্তায় হয়েছে পাথর।


চিনে বেরুল করোনা ভাইরাস
হল লাশের পাহাড়,
সে লাশ ছুঁইতে মানা নেই মমতা
মুল্য নেই ভালবাসার।


সে ভাইরাস ছড়াল বিশ্বময়
মরছে হাজার হাজার জন
ট্রলারে তুলে এনে রেখে পুতে
মাটির গর্তে দুরে রয় প্রিয়জন।


বিজ্ঞান আজ অসহায় নিঃস্ব
প্রকৃতির কাছে শুধু খোঁজে উপায়
আজও মিলেনি পথের দিশা,
হাহাকার পৃথিবীতে সবাই নিরুপায়।


দুর দিগন্তে বন বনানীর ছায়ায়
ডানা মেলে পাখিরা উড়ে যায়
পৃথিবীর মানুষগুলো আজ
পাখির মত বন্দী খাঁচায়।


কে ভাইরাস মুক্ত কে ভাইরাস যুক্ত
বোঝার উপায় কে জানায়?
যে যেখানে আছেন সেখানে থাকেন
রাখতে হবে সকলকে দুরত্ব বজায়।