নতুন ধানের গন্ধে চাষীর মন হাসে,
নবান্নের ধুম পড়েছে এই কার্তিক মাসে।
ঘুগু চড়ুই শালিক ঝাঁকে ঝাঁকে আসে
ঘুরে ঘুরে  উড়ে বেড়ায় নতুন ধানের দেশে।
চাষীরা কাস্তে হাতে ধানের মাঠে ছোটে,
বাঁশ দিয়ে ফেলায় ধান পড়ে লুটে পুটে।


ধান কাটে গান গায় আমার দেশের চাষী,,.
গোলা ভরা ধান হবে ভেবে তারা খুশি।
ধানের মাঠে শিশুদল করে ছোটাছুটি,
কেউ আবার ধান ছিঁড়ে খায় খুঁটি খুঁটি।
ধান কেটে শুকায় তারা চার পাঁচেক দিন,
রাতের বেলা দেয় পাহারা নিদে শরীর ক্ষীন।
ধান শুকালে কাঁধে করে ঘরে চাষী তোলে,
গোলা ভর্তি ধান দেখে চাষী কষ্ট যায় ভুলে।