দেরটি বছর গৃহে বন্ধি থেকে
সোনা ভুলে গেছো বইয়ের পড়া,
পড়তে বললে এখন দেখি
শুকনো চোখে করুন ধারা।


এমন যে হবে সোনা কেউ কি
কখনো ভাবছিল মনে,
বসে ছিলে দেরটি বছর
ঘাতক করোনার কারনে।


ভয় নেই সোনা চলে এসো
তোমার প্রিয় নিকেতনে
দ্রোহের জ্বালা নিবিয়ে যাবে
জ্বলে উঠবে মন গুরুর বচনে।


আবারও জাগাতে হবে নিজেকে
তোমার ক্ষয়ে যাওয়া অন্তরকে,
আগামী পৃথিবী গড়তে হবে তোমায়
বাঁজাও তোমার বিবেক নামক যন্ত্রকে।