***ছড়া***


ফল চুরি
     মো: আজহারুল ইসলাম আল আজাদ।


পাড়ার ওই ফাজিলটা,
খোলা গাখানা পেয়ে
চিমটে দিল পিটে।


চিমটানটি লাগলতো বটে,
ফাজিলটা, একটু যেয়ে,
আবার এল ছুটে।


বোবারমত দারিয়ে আছি,
এবার একলা দেখে
চিমটি দিলে গালে।


কানটা ধরে বলে
বোকা কি গাছে ফলে?
চল খাব শষা চুরি করে!


গত রাতে ডালিম খেতে
গাছে চরেছি যেই!


গাছের কাছে এসে,
দাড়িয়ে আছে দাদা ভাই!


নামতেও পারি না
চরতেও পারিনা!
বলতো কোথায় যাই?
ছোট ছোট পাতা,
লুকাবার যায়গাটুকু ও নাই।


চ্যামা চ্যামি করতেই
গেলাম পড়ে,
বাবার কাছে নিয়ে গেল
কানটি ধরে।
কি ব্যথা ওরে বাবা?


না না আর যাব না!
টের পেয়েছি হারে হারে!
আর খাবনা ফল চুরি করে।