"গ্রামগুলো এখন স্মার্ট
আজহারুল ইসলাম আল আজাদ


বাঁশ খড়ের বাড়ি উঠে যাচ্ছে গ্রাম থেকে ভাই
ইট সিমেন্টের দালান কোঠা গ্রামে দেখতে পাই
গ্রামগুলো হচ্ছে শহর সোনার বাংলাদেশে
মায়া মমতা ভালবাসায় সবাই থাকি মিলেমিশে


গাড়িয়াল আর গরুর গাড়ি যায়না দেখা পথে,
অটো রিক্সা বাস কার ট্রাক চলছে দিবা-রাতে।
রিক্সা ভ্যানে চালক এখন মারে না প্যাটল
গির গিরাইয়া চলে গাড়ী এখন ধরিলে হাতল।


গরুর হাল যায়না দেখা এলো ড্রোজার
কৃষিখাতের উন্নয়নে আজব কারবার,
মেশিন দিয়ে রোয়া গাড়া মেশিনে ধান কাটা
মেশিনেতে বস্তাভরা মেশিনে খর  ছাটা।


গরিয়া,ডুৃমরা ধানের আবাদ গেলো উঠে
শতকে মন মন ধান ফলে  সোনার বাংলদেশে
স্কিম ধানের আবাদ এসে কোন অভাব নাই
কচুর মুরা গমের ভাতও মিলতনা কার্তিক মাসে


গরম কালে পাখা ঘুরাতে নির্ঘুমে কাটত রাত,
মশার জ্বালা মশা মারতে ঘুম হতনা হত প্রভাত
পাখার বদলে মাথার পরে ফ্যান ঘোরে ভনভন
সবার বাড়িতে টিভি, ভিসিয়ার চলে সারাক্ষন।


দেশ- বিদেশের খবর এখন হাতের মুঠোয় ভাই
যা কিছু হচ্ছে বিশ্বে মোবাইল ফোনে পাই।


এখন কারো ঘরে নাই হারিকেন আর কুপি
তারে তারে আগুন জ্বলে তারের মাথায় টুপি।
বিদ্যুত দিয়ে সবই চলে বিজ্ঞানের আশির্বাদ,
বিদ্যুত দিয়ে রান্না চলে তরিতরকারী ভাত।


সবার হাতে মোবাইলফোন ফোনে ফোনে কথা
দেশ বিদেশের খবর পেতে ঘামাতে হয় না মাথা
সরকারের সকল ভাতা আর সকল উপবৃত্তি
স্মার্ট বাংলাদেশ গড়তে মোবাইল হল ভিত্তি।


বাড়িতে বাড়িতে এখন নাই মাটির চুলা,
গ্যাস চুলা মেজিক চুলা এল মেশিনের কুলা
রোয়া গাড়া ধান কাটা মাড়াইয়ের এল মেশিন
পাটের চুয়া উঠে গেল এল মর্টার আর বেশিন।


বিজ্ঞান আজ জয় করেছে সব এনালগ শেষ
সব কিছুই পরিবর্তনে এখন স্বপ্নের স্মার্ট বাংলাদেশ


(আংশিক)